তুমি দু’হাত বাড়িয়ে প্রেমাশক্ত নয়নে জীবনের প্রথম
বৃষ্টিভেজা বিকেল ফিরে চাবে
কিন্তু তোমার চাওয়া ব্যর্থ হবে।
চালতা পাতায় আলতা মাখা রঙিন স্বপ্নরা নির্ঝরে
ভেসে গেছে সময়ের চলমান ঢেউয়ে ঢেউয়ে।
তুমি একটি ছবি আঁকতে চাবে
কিন্তু তুমি পারবে না!
তোমার হাত কাঁপবে,
রঙ তুলি রাঙাবে না কোন নিষ্পাপ কাগজ!
তুমি খুব আবেগের ঢেউ তুলবে বুকের মধ্যে
আকাশে ভয়ঙ্কর কালো মেঘের মত কান্নায় ফেটে পরতে চাবে তোমার মন
কিন্তু পারবে না!
চোখের জল
এক ন্যানো সেকেন্ডে ভুলে যাবে কান্নার উৎস!
তোমার স্মার্ট ফোন ভাঙার কষ্ট
অক্সিজেনের মত প্রয়োজন হবে না আর
তোমার সীমিত আকারে খুলে দেওয়া নিশ্বাসে!
কারন অফুরান অভাব তোমার সাজঘর থেকে
জপমালা জপতে জপতে
বাসন্তী সমীরণে উড়ে গেছে অকস্মাৎ।
তুমি উষ্ণ চুম্বনে অধীর আগ্রহে শিরিশ ফুলের
পাপড়ি ছিঁড়ে নব সাজে নব ঘন মুহূর্ত চাবে
কিন্তু প্রকৃতি তোমাকে সাজতে দিবে না কালবৈশাখী ঝর তুলে
কারন তুমি সাজঘর নিপাত করেছো
ভয়ঙ্কর করোনাকালে।
তুমি পালাতে চাবে
এক সকাল থেকে অন্য সকালে
এক নিকষ কালো অন্ধকার থেকে বিভৎস রাতে
এক জীবন থেকে অন্য জীবনে!
কিন্তু পারবে না!
তোমার জীবনের সফেদ দেওয়ালের প্রথম ফলক
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ।
লকডাউন চারিদিক।