সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৩:১৭ অপরাহ্ণ

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। তারা হলেন প্রবীণ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ গণ মাধ্যম কর্মীদের জানান, ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার পাথরঘাটা এলাকার একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, ভাঙ্গুড়া বাজারের একজন স্টেশনারী দোকানদার ও কাশিপুর এলাকায় বসবাসরত একজন বেসরকারি ব্যাংকার । তারা তিনজনই কয়েকদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন ।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ১৬ জুন তাদের নমুনা সংগ্রহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষা শেষে কতৃপক্ষ মঙ্গলবার(২৩ জুন) সন্ধ্যায় নমুনার ফলাফল পাঠায় । সেই ফলাফলের রির্পোটে তাদের ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে ইয়োলো জোন হিসেবে পরিচিত ভাঙ্গুড়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জন। এআগে একজন নারী চিকিৎসক, স্বাস্থ্য সহকারিসহ এ উপজেলায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে ৭ জন সুস্থ্য হয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম বলেন, এ উপজেলায় নতুন ৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৭ জন । তারমধ্যে সুস্থ্য হয়েছেন ৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর