ঊনিশ শত একাত্তর
১৬ ই ডিসেম্বর,
থাকবে তুমি বাংলার বুকে
সারাটা জীবন অমর।
রাষ্ট্র ভাষা বাংলা চাই
এই স্লোগান মুখে,
বাহান্ন তে সূচনা হলো
বিজয়ের সাহস বুকে।
দেশের মান রাখতে
দীর্ঘ নয়টি মাস,
যুদ্ধ করে বিজয় এনে
গড়লো ইতিহাস।
এই বিজয়ের ওজন ছিল
লক্ষ লক্ষ লাশ,
লক্ষ মা বোনের শ্লীলতাহানির
নগ্ন অন্তর্বাস।
নরপশু পাক সেনাদের
ধ্বংস হলো ঘাটি,
মুক্ত করলো বীর বাঙালি
এই দেশের মাটি।
পাক হানাদার মরলো বহু
পালালো কেউ ভয়ে,
শত্রু মুক্ত বীর বাঙালি
উঠলে এবার জয়ে।
বুকের তাজা রক্ত দিয়ে
এনেছে স্বাধীনতা,
স্মৃতির পাতায় আজীবন রবে
একাত্তরের বিজয় গাথা।
রচনা কাল -১৬/১২/২০২১ইং
সময় -ভোর ৬টা
স্থান -মিরপুর, ঢাকা।
#চলনবিলের আলো / আপন