নগরীর কোতয়ালী মডেল থানার সাগরদী এলাকায় থেকে সাড়ে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তাওহীদকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
বুধবার দুপুরে র্যাব কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ তাওহীদ (১৯) নামের এক যুবককে সাড়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়। তাওহীদ ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার পূর্ব ছিটকি গ্রামের সোলাইমান আকনের ছেলে। এ ব্যাপারে র্যাবের ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে আটককৃত তাওহীদকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
#চলনবিলের আলো / আপন