পাবনার ভাঙ্গুড়ায় দলীয় শৃক্সখলা ভঙ্গের অভিযোগে ৩ আওয়ামীলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন, অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল হক, দিলপাশার ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. হান্নান প্রাং ও পারভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান বাদশা। তারা তিনজনই দলী সিধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়রম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দলীয় সিধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করায় আওয়ামীলীগের গঠন তন্ত্রের ৪৭ এর (ঠ) ধারার বিধান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের এমপি চলতি বছরের ২ নভেম্বর সভাপতি সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো নির্দেশনা অনুযায়ী তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন