বরিশালের আগৈলঝাড়ায় শ্রাদ্ধ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের জেরে অনুষ্ঠিত শালিস বৈঠক চলাকালে পুনরায় হামলা-সংর্ঘষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার সোমাইরপাড় গ্রামের মনোরঞ্জন অধিকারীর ভাই সদ্য প্রয়াত সরুপ অধিকারীর শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল রবিবার। দুপুরে শ্রাদ্ধ অনুষ্ঠান চলাকালে তুচ্ছ ঘটনা নিয়ে মনোরঞ্জন অধিকারীর ছেলে মানিক অধিকারীর সাথে একই এলাকার সুনীল মন্ডলের ছেলে বিমল মন্ডলের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটে।
মনোরঞ্জন অধিকারীর ছেলে মানিক অধিকারী জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে আমার সাথে বিমল মন্ডলের ঝগড়া হলে মুরুব্বীরা শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়।
মনোরঞ্জন অধিকারী জানান, শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে রাত ৮টায় আমাদের বাড়িতে শালিস বৈঠক বসলে তার মধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের বিমল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল ও উজ্জল মন্ডল আমাদের উপর হামলা চালায়।
তাদের হামলায় মানিক অধিকারী, মনোরঞ্জন অধিকারী, রিনা অধিকারী ও গোপাল অধিকারী আহত হয়। হামলা-সংর্ঘষ চলাকালে প্রতিপক্ষের বিমল মন্ডলও আহত হয়।
স্থানীয়রা রবিবার রাতেই আহত মানিক অধিকারী, মনোরঞ্জন অধিকারী, রিনা অধিকারী ও গোপাল অধিকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
#চলনবিলের আলো / আপন