সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

নদী -আর এস আই সাগর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১০:৪০ অপরাহ্ণ

নদী, নিশিকাব্যের পঙতিতে
তোমায় আমি ধরেছি,
বড় আপন করে নিয়েছি,
দেবনা আর কোথায়ও যেতে ।

কতদিন দেখা হয়না,
জানালায় চোখ রেখে
লুকোচুরি খেলা তারাদের ।
নদী, তুমি এলে এবার সব হবে, সব হবে ফের ।

খোঁপায় বেঁধে দিয়ে কুসুমগুচ্ছ,
নেব চুলের ঘ্রাণ ।
তুমি শুধু একটু হেসে জুড়িয়ে দিও প্রাণ ।

ফুলের ঘ্রাণ, চুলের ঘ্রাণ মিলেমিশে একাকার
অদ্ভুত এক মাদকতায় ,
আমি ডুবে যাব প্রতিটি সন্ধ্যায় ।

হয়তোবা মন ছাড়াতে চাইবে সীমানা প্রাচীরের বাঁধা ,
নদী, আজ রাতে আমি কৃষ্ণ হব তুমি হইও রাধা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর