রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে আওয়ামীলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আড়ম্বরহীন উপমহাদেশে প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা।
করোনারকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠি টাউন হলস্থ দলীয় কার্যালয়ে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যড খান সাইফুল্লাহ পনির।এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিল, শারমিন মৌসুমী কেকা, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা ও আবু সাঈদ খান প্রমুখ।
সভায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান বক্তারা । তাঁরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এই দূর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ।