চতুর্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতীককে বিজয়ী করতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মোঃ তাজউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ কাউছার আহমেদ লিটন, শিক্ষা ও মানব সম্পাদ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, আনোয়ার পারভেজ লিমন, হাবিব এহসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, আবু নজির মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।