বাবা আমার প্রিয় বাবা
তোমায় বড্ড ভালবাসি,
তুমি যখন অফিস হতে আসো
দৌড়ে তোমার কাছে আসি।
যখন পড়ার টেবিলে বসে
শিখাও তুমি জ্ঞানের আলো,
তুমি আমার প্রিয় শিক্ষক
তোমার কাছে পড়তে লাগে খুব ভাল।
আবার অফিস হতে এসে বলো
কোথায় আমা ছোট্র মা মনি,
দেখ তোমার জন্য এনেছি
কত সারপ্রাইজ! দেখ এক্ষুনি।
বাবা আমার প্রিয় বাবা
অফিস হতে আসতে কর দেরী
ব্যাকুল হয়ে মাকে বলি
বাবা আসছে না কেন তাড়াতাড়ি।
লেখক:
রুবাইয়া তাসনিন তুন
পিতা- মো: আলমগীর হোসেন
লাঙ্গলমোড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ-৬৭২০
মোব্ইাল- ০১৭৪০-৭১৪৬৫৬