আষাঢ়ের ঢলে ও অনবরত বৃষ্টিতে
খালবিলে পানি যাচ্ছে ভরে,
আবাদী জমিগুলো তলিয়ে
উৎপাদিত ফসল যাচ্ছে মরে।
আষাঢ় মাসের সারাদিনে বৃষ্টি
এমনি প্রায় ঝরে ঝর ঝর,
কৃষক দিনমজুর বৃষ্টিতে ভিজে
কাপে থর থর।
ক্ষেত ফসল রাস্তার পিচলে মাটিতে
বুরো চেংড়া পথচারী ছিটকে যায় পরে,
ঢল ও অনবরত বৃষ্টির পানিতে
নিচু জমিগুলো গেছে একদম ভরে।
খাল বিলে মাঝি নৌকার পাল তুলে
যাচ্ছে অনেক দুরে,
গায়ের রাখাল গান গাইছে
ভাটিয়ালী সুরে।
লেখক:
মো: আলমগীর হোসেন
লাঙ্গলমোড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ-৬৭২০
মোব্ইাল- ০১৭৪০-৭১৪৬৫৬