শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে সাহায্যের হাত’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ১১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

পাবনার চাটমোহরে করোনা মহামারীতে অসহায় হয়ে পড়া কর্মহীন ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘সাহায্যের হাত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। সোমবার (২২ জুন) সকালে তারা পৌর সদরের নতুন বাজার, উপজেলার বোঁথড়, কালীনগর, জীবননগর ও গুনাইগাছা গ্রামের দশটি পরিবারের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, আলু ১ কেজি, লবন ৫০০ গ্রাম, সাবান একটি ও মাস্ক একটি।

 

সাহায্যের হাত গ্রুপের সদস্যরা নিজেদের হাত খরচের টাকা তুলে অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাহায্যের হাত’র সভাপতি ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের উদয় সরকারের ছেলে সৌরভ সরকার, সহ-সভাপতি চাটমোহর উপজেলার জাবরকোল জীবননগর গ্রামের ইউনুছ আলীর ছেলের সোহানুর রহমান, সাধারণ সম্পাদক গুনাইগাছা গ্রামের আবু সাইদের ছেলে বিপ্লবী মারুফ ও সদস্য জাবরকোল জীবননগর গ্রামের মজনু হোসেনের ছেলে রনি হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর