বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে চিনিআতপ ধানের সু-ঘ্র্যাণে মোহিত এলাকা

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে আমন ধান সোনালী রঙে রঙ্গীন হয়ে উঠেছে। এবারে এলাকায় তেমন বন্যা না হওয়ায় আমন ধানের চাষ কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে। আমন মৌসুমে উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও বিশাসহ বেশ কয়েকটি ইউনিয়নে সর্বাধিক পরিমান চাষ করা হয়েছে চিনিআতপ ধানের। এ মৌসুমের আমন ধান পাকতে শুরু করেছে। অনেকে আগাম জাতের আমন ধান কর্তনও করছেন। তবে চিনিআতপ ধান চাষের জন্য খ্যাত মনিয়ারী ইউনিয়নের বিভিন্ন মাঠে সোনালী রঙে রঙ্গিন হয়ে উঠেছে মাঠ। এসব এলাকা কোন কানে মাঠে ধান কর্তন ও মাড়াই শুরু হওয়ায় এলাকাগুলো মোহিত হয়ে উঠেছে চিনিআতপ ধানের সুগন্ধিতে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৫ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছে প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে এবার আমন চাষ করা হয়েছে। গতবারের মত বন্যা না হওয়ায় এবারে উপজেলার আমন চাষিরা স্বাস্তির সাথে আমন ধানের চাষ করেছেন। শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় তারা এবার বাম্পার ফলনের আশা করছেন। জানা যায়, চিনিআতপ ছাড়াও এবারে অনেকে ব্রি-ধান ২৪, ব্রি-ধান ৩৪, জিরাসাইলসহ বিভিন্ন জাতের ধানের চাষ হয়েছে। উপজেলার নওদুলী গ্রামের আদর্শ কৃষক আলহাজ শফির উদ্দিন বলেন, আমাদের এলাকায় এবার ব্যপক পরিমান জমিতে চিনিআতপ ধানের চাষ হয়েছে। অন্যান্য ধানের তুলনায় এধানের দাম বাজারে সব থেকে বেশি পাওয়া যায়। তাই আমরা এ ধান অধিক পরিমানে চাষ করে থাকি। এখন ধান পাকতে শুরু করেছে। ইতোমধ্যে পাকা ধান কর্তন শুরু করেছি। ধানের যেমন ফলন তেমন দাম পেয়ে আমরা আনন্দিত। উপ-সহাকরী কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, আমন চাষের শুরু থেকেই পোকার আক্রমণ থেকে ধান বাঁচাতে কৃষকদের ক্ষেতে কঞ্চি পুতে দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ¶তিকর পোকা নিধন করতে পারে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের কাক্সিখত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর