নাটোরের বড়াইগ্রামে সড়কে পিকআপের ধাক্কায় প্রান গেল মোটর সাইকেল আরোহীর। শনিবার বেলা তিনটার দিকে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের ফারুকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহীর নাম আবেদিন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা শিয়াল খোল গ্রামের মোহর আলীর পুত্র।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মোজাফ্ফর হোসেন জানান, নাটোর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ফারুকের দোকানের সামনে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ী দেখে মোটরসাইকেল হার্টব্রেক করে। বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক ট্রাক আটক করার চেষ্টা করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন