সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারী সংস্থা পরিবর্তন এর আয়োজনে প্রতিবন্ধী ব্যাক্তিদের আয়বর্ধক, রেফারেল শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে পরিবর্তন এর ভাইসচেয়ারম্যান মনছুর রহমান বাচ্চুর সভাপত্বিতে আয়বর্ধক, রেফারেল শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান।
এ সময় তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, পরিবর্তন সংস্থার পরিচালক মো. আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক শায়লা পারভীন, পরিবর্তন সংস্থার কো-অর্ডিনেটর রোকসানা রুপা ও স্কুল শিক্ষক সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন