২০২১-২০২২ অর্থ বছরে ভিজিডি চক্রের উপকারভোগী সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মহিলাদের উন্নয়ন প্যাকেজ সেবার টিওটি প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ রুমে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা আয়োজনে ও উপজেলা প্রশাসন ও মহলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, মহিলা বিষয়ক অফিসার জাহিদ হাসান তালুকদার, এটিও মনিরুজ্জামান খান, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী, স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদ মিয়া, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেগম শাজেদা আকন্দ, কো- অডিনেটর মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রত্যেক ইউনিয়নে দায়িত্ব পালন কারি সচিব ও কর্মীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন