সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(৪-১১-২১) বৃহস্পতিবার সন্ধ্যায় কোদালিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার।
এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে সম্ভব্য ৫ প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল হাই নুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ সরকার, সাবেক সভাপতি আব্দুর রউফ সিরাজি, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সিকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের,সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন, নজরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ ইউনিয়ন আওয়ামী লীগের এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উন্নয়ন কাজ প্রত্যেক গ্রামে ও মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে উন্নয়ন মুলক প্রকল্প হাতে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্ততারা। এছাড়াও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নৌকার মাঝিকে বিজয় সুনিশ্চিত করার জন্য আহবান জানান, প্রধান অতিথি ।
#চলনবিলের আলো / আপন