রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

তাড়াশে শিবির সভাপতির পিতা ভুয়াহীন সেজে সরকারী জমি দখলের প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন

জাকির আকন:
আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ

১ নভম্বের ( সোমবার ) সিরাজগঞ্জের তাড়াশে গফুর মোল্লা নামে এক ব্যক্তি ভুয়া ভুমিহীন সেজে সেজে ১২ বিঘা খাস জমি দখলে নেওয়ার প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কবরস্থান সড়কের পাশের খাস জমিতে এ অর্ধশতাধিক ভুমিহীন এর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভূমিহীনদের অভিযোগ, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মাজেদের পিতা ঐ গ্রামের গফুর মোল্লা ভূয়া ভূমিহীন সেজে ১২ বিঘা খাস জমি দখলে রেখেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভূমিহীন আবু হানিফ বলেন, বাহার আলী, মনিরুল ইসলাম, ইসাহাক মন্ডল, মোজাম্মেল হক, তাহাজ আলী, আয়শা খাতুন, ময়না খাতুন, সাজেদা পারভিন ও ফারজানা পারভিন বলেন, উপজেলার বিনসাড়া মৌজায় আমাদের বাপ- দাদার আমল থেকে এসব ২ নাম্বর ও ৩ নাম্বর খাসের জমি আমরা চাষাবাদ করে আসছিলাম। অনেকে জমির এক কোণে বসতঘর নির্মাণ করে বসবাস করতেন। এরপর প্রভাবশালী গফুর মোল্লা আমাদের নামে একাধিক মামলা করে সেই জমি ছেড়ে দিতে বাধ্য করেন। বিশেষ করে ভূমিহীন আবু হানিফ বলেন, আমার নামে ৮টি মামলা করেছেন গফুর মোল্লা।
মানববন্ধনে উপস্থিত শতাধিক ভূমিহীন পরিবারের দাবী, ১২ বিঘা খাস জমি জবর দখল মুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হোক।
এদিকে গফুর মোল্লা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ২ নাম্বার খাস খতিয়ানভুক্ত জমি। আমি নিয়ম অনুযায়ী ভোগ দখলে আছি।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি জেনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর