বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় কেয়া হসপিটালের ভুয়া ডাক্তারের ২ মাসের জেল- মালিকের- ১ লাখ টাকা জরিমানা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন কেয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব। রবিবার (৩১ অক্টোবর) রাতে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়ার সময় একজন ভুয়া চিকিৎসকে হাতেনাতে আটক করা হয়।

তিনি হলেন—উল্লাপাড়া থানার কয়ড়া চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে খাইরুল ইসলাম (২৯)।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহম্মেদ ভুয়া চিকিৎসককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে. এম আহসানুল হক এবং র‌্যাব ১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান পিএসসি।

ভুয়া চিকিৎসক দিয়ে পরিচালনার অপরাধে কেয়া হসপিটালের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মাহবুবকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান র‌্যাব ১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর