রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মাঝে  মনোনয়ন পত্র বিতরণ

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আসন্ন ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চূড়ান্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর), সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায়, সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
এ সময় ১১টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
দলীয় চূড়ান্ত মনোনয়ন পত্র বিতরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী বলেন, আমরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক স্ব স্ব প্রার্থীকে নিজ নিজ মনোনয়নপত্র হাতে দিয়ে দিচ্ছি। প্রার্থীরা এই ফর্ম যথা নিয়মে পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করবে। তিনি আরো জানান,  আমরা আগামী শনিবার (৩০ অক্টোবর) আমাদের দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা সম্পর্কিত সভা করবো। সেই সভায় নৌকার সকল প্রার্থীকে ও প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক গণকে দলীয় সকল নির্দেশনা প্রদান করা হবে।
আওয়ামীলীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম জানান, আজ আমাদের উপজেলা আওয়ামী লীগ এর সমন্বয়ে চূড়ান্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আমরা আগামী শনিবার দলীয় সভা করবো। দলীয় প্রার্থী যারা দলীয় মনোনয়ন পেয়েছেন এবং যারা পায়নি সকলকে নৌকার পক্ষে ভোট চেয়ে বিজয় সুনিশ্চিত করার আহবান জানাবো।
আনুষ্ঠানিক এই ফর্ম বিতরণ অনুষ্ঠানের প্রথমেই ফর্ম সংগ্রহ করেন, নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মো. কুদরত আলী পরবর্তীতে যথাক্রমে মো. আনিসুর রহমান (সহবতপুর), মো. শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মো. জজ কামাল (মামুদনগর), মো. শামীম খান (পাকুটিয়া), মো. হামিদুর রহমান (ভাদ্রা), মো. শওকত হোসেন (বেকড়া), মো. মতিয়ার রহমান (ধুবড়িয়া), মো. শরিফুল ইসলাম (মোকনা), মো. আবুল  হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা) দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর