শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন-মাওলানা দেলোয়ার হোসেন

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

জামায়াতের ঢাকা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন আগস্টের ছাত্র-জনতার বিপ্লব আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। যে স্বপ্নে কোনো বৈষম্য ও স্বৈরাচারী থাকবে না। এখন সময় এসেছে সেই স্বপ্নের বাস্তবায়নের। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, এসেছি ব্যবস্থার পরিবর্তনের জন্য। ভোট একটি পবিত্র আমানত। আপনারা যদি ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি শুক্রবার বিকালে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে থানা আমীর মাওলানা আব্দুল  মান্নানের সঞ্চালনা   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনে জমায়াতের সমর্থিত  ১০ দলীয় জোট প্রার্থী ডাঃ আবুবকর সিদ্দিক , মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ওলামা বিভাগের  সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম গাজী, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর