সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মানে বাধা সহ চাঁদাবাজীর অভিযোগে থানায় এজাহার হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, থানার হাটিকুমরুল ইউপির রশিদপুর গ্রামে সরকার কর্তৃক বরাদ্দকৃত ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মান কাজ চলতে থাকা অবস্থায় পার্শ্ববতী এলাকা কাশিনাথপুর গ্রামের একদল সন্ত্রাসী, চাঁদাবাজ সবুজ,একাব্বার,আতিকুল গংয়েরা ঈদগাহ মাঠের সেক্রেটারী সহ সদস্য হাবিবুর রহমান মন্ডল এর পুত্র আলমের কাছে চাঁদা দাবী করে।চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে হত্যার হুমকী দেয়।
এমতাবস্থায় গত ১৬ জুন ( মঙ্গলবার) সন্ধ্যার সময় সলঙ্গা হতে ধান বিক্রি করে আসার সময় ঐ সকল চাঁদাবাজদের বাড়ির কাছে ঈদগাহ মাঠের সদস্য শাহ আলম পৌছলে তারা পথ রোধ করে। এক পর্যায়ে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ধান বিক্রির নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়।এ সময় তার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে চাঁদাবাজ,ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনা শাহ আলম বাদী হয়ে ঐ সকল সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে সলঙ্গা থানায় এজাহার করেন। তবে বিবাদী সবুজ গংয়েরা জানান,ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা আর চক্রান্ত মুলক।
মামলার বাদী শাহ আলম বলেন, গত ২ দিন আগে সলঙ্গা থানার এস আই আসলাম ঘটনাস্থল পরিদর্শন সহ বাদী ও স্বাক্ষীদের বর্ণনা লিপিবদ্ধ করেছেন। সলঙ্গা থানার ওসি (তদন্ত) জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।