শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে স্বপ্না খাতুন (৩২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ গৃহবধুর স্বামী তাকে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। রোববার (২১ জুন) দুপুরের দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপ্না খাতুন পাশ্ববর্তী রঘুনাথপুর গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্বপ্নার মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাঁসিতে ঝোলানো থাকলেও তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ বলেন, স্বপ্না খাতুন বেশ কয়েক বছর আগে শিলন্দা এসে বাড়ী করে তাঁর মাকে নিয়ে বসবাস করতো। এর আগে তার দুটি বিয়ে হয় এবং বিচ্ছেদ ঘটে। ৫/৬ মাস আগে রঘুনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে তিন সন্তানের জনক হেলাল উদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে হয়।
শনিবার রাতেও হেলাল স্বপ্না খাতুনের কাছেই ছিলেন। সকালে স্বপ্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও তার স্বামী হেলাল পলাতক রয়েছেন। নিহত স্বপ্নার মায়ের দাবী রাতেই তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে স্বামী হেলাল পালিয়ে গেছে।