বাবা আমার বাবা
নাই যে তোমার তুলনা
আমায় তুমি বেসেছো ভাল
আমি কখনও তোমায় ভুলিব না।
বাবা তুমি আমায় দিয়েছো কত
স্নেহ আর ভালবাসা
হ্নদয়ের অন্তরালে বাবা
স্থান দিয়েছো মধুমাখা ঠাসা।
বটবৃক্ষের ছাায়ার মত দাড়িয়ে
আছো তুমি মাথার উপরে,
কত দু:খ কষ্ট করে
রোজগার করে বাড়ি ফিরে।
বাবা আমার বাবা
নাই যে তোমার তুলনা
রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে
ফলাও মুখে হাসি খানা।
বাবা আমার বাবা
নাই যে তোমার তুলনা
মাকড়সার জালের মত
বুকে আগলিয়ে রেখেছো কত শত।
জনম জনম স্বরন করবো
কখনও ভুলিবনা তোমায়
যতদিন থাকবে স্মাৃতি
মনের ফ্রেমে রাখবো তোমায় ।
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মাবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬