সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগন্জের মাটিতে শায়িত হলেন কামাল লোহানী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২০, ১২:০৭ অপরাহ্ণ

কে,এম আল আমিন:

সিরাজগন্জের উল্লপাাড়া উপজেলার ছোনতলা গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন কামাল লোহানী। দেশ ভাগের পর ১৯৪৮ সালে চলে আসেন পাবনায়। ভর্তি হন জেলা স্কুলে। ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর পাবনা এডওয়ার্ড কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টেনে শুরু করেন কর্মজীবন।দৈনিক মিল্লাত পত্রিকার মাধ্যমে শুরু করেন সাংবাদিকতা। এরপর দৈনিক আজাদ,দৈনিক সংবাদ, দৈনিক পুর্বদেশ,দৈনিক বার্তা সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান। স্বাধীনতার পর ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক।তিনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে ৯ মাস যুদ্ধের পরিসমাপ্তির বিজয় মুহুর্তের খবরটি সমস্ত মানুষের কাছে তার মুখেই উচ্চারিত হয়। তিনি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নে ২ বার যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নেও সভাপতি ছিলেন। তিনি ছিলেন গণশিল্পী সংস্থারও সভাপতি। ১৯৫৩ সালে কারাবাস করেন।

 

১৯৫৪ সালেও গ্রেফতার হন তিনি। এ ছাড়াও ১৯৬২ সালে স্বল্প কালীন কারাবাসের পর তিনি ছায়ানট সংস্কৃতি সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর ১৯৬৭ সালে মার্কসবাদী আন্দোলনও গড়ে তোলেন। ডিসেম্বর ২০১২ হতে ডিসেম্বর ২০১৬ সাল এই ৪ বছর তিনি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি। এ ছাড়াও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছিলেন উপদেষ্টা। মৃত্যুর আগ পর্যন্ত উদীচী কমিটির ১ নং সদস্য ছিলেন কামাল লোহানী। ২০১৫ সালে সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব। ত্রিকালদর্শী এই মানুষটি জীবদ্দশায় সব সময় দাঁড়িয়েছিলেন অসহায়, নিপীড়িত মানুষের পাশে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের পাশাপাশি ফুসফুস ও কিডনী জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় করোনা সংক্রমন হলে শনিবার সকালে নেয়া হয় লাইফ সাপোর্টে। পরে সোয়া ১০ টায় তাকে মৃত ঘোষনা করা হয়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি,প্রধান মন্ত্রী,স্পীকার,সাংবাদিক,সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন। সিরাজগন্জের সাংস্কৃতিক,সাংবাদিক অঙ্গন সহ সর্বস্তরে নেমে এসেছে অমানিশার অন্ধকার।

 

সাংস্কৃতিক আন্দোলন সহ বাঙালী সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন পুরোধার। অসাম্প্রদায়িক এক যোদ্ধাকে হারালো সিরাজগন্জবাসী তথা জাতি। গতকাল শনিবার রাত ৯ টায় জন্মভুমি উল্লাপাড়ার ছোনতলায় চির নিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক কামাল লোহানী। আমরা সিরাজগন্জবাসী দোয়া করি যেন এ মহান বরেণ্য ব্যক্তিকে আল্লাহ বেহেস্ত নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারন করার তৌফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর