গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে আসছে ২৮ নভেম্বর/২১ ইং তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তাদের প্রার্থীতা ঘোষণা করেছে।
প্রার্থীরা হলেন, ২নং হোসেনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ তৌফিকুল আমিন মন্ডল টিটু,৫নং মহদীপুর ইউনিয়নে উপজেলা পরিষদ এর সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আলমগীর মন্ডল,৬নং বেতকাপা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা,৭নং পবনাপুর ইউনিয়নে একমাত্র মহিলা প্রার্থী মোছাঃ আর্জিনা আক্তার খুকি,৮নং মনোহরপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মাজেদ মিয়া ও ৯নং হরিনাথপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিন কবীর চৌধুরী রুশো।
শনিবার ২৩ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন।
নির্বাচনে কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ৬ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন