চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত এক্সেভেটর মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত হলেন পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বাবু হোসেন (৪৫)। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকতেখারুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া ভায়রার মোড়ে অভিযান চালায়।
এ সময় জমির মালিক,মাটি কাঁটার ঠিকাদার পালিয়ে গেলেও বাবু হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় চাটমোহর থানার এসআই মুরাদ হোসেন ও এএসআই বিজিত গুণ আদালতকে সহায়তা করেন। এলাকাবাসী জানান,ছাইকোলার মোতালেব-আনিস গং দীর্ঘদিন থেকে আটঘরিয়া এলাকা থেকে ভেকু মেশিন ভাড়া করে এনে ফসলি জমি কেটে পুকুর খনন করছে।