দেবোত্তর স্পোটিং ক্লাবের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইল খেলায় দুবলিয়া ফুটবল একাদশ সুজানগর টাইব্রেকারে ৪-৩ গোলে দেবোত্তর স্পোটিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার গৌবর অর্জন করেন। গত ১৫ অক্টোবর বিকালে আটঘরিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজদৌলা কলেজের প্রভাষক মোঃ কেএম মারুফ।
এসময় উপস্থিত বিশেষ ছিলেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোর্শেদ আলম খান,বিশিষ্ট ক্রীড়াবিদ সুনিল মাস্টার। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন খোকন হোসেন, তার সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও আকাশ। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলো ড্র হলে রেফারির সিদ্ধান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা সভাপতিত্ব করেন দেবোত্তর স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, পরিচালনায় ছিলেন আব্দুল মালেক, সার্বিক তত্তাবধানে ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন। খেলায় প্রচুর দর্শকে সমাগন হয়েছিল।