সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৩:০২ অপরাহ্ণ

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এ উপলক্ষে চাটমোহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার।
১৩ অক্টোবর (বুধবার) দূর্গা পূজার মহাঅষ্টমীর সারাদিন উপজেলার পৌরসদর, হান্ডিয়াল, নিমাইচড়া, হরিপুর, বিলচলন, গুনাইগাছা ইউনিয়ন সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ও পূজা সম্পর্কে খোজখবর নেন, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারন সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে,এম, জাকির হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রবিউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রামানিক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসএম নূরুজ্জামান, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ময়নুর রহমান হীরক, মফস্বল সাংবাদিক ফোরাম চাটমোহর শাখার সভাপতি শেখ সালাউদ্দিন ফিরোজ, হান্ডিয়াল প্রেসক্লাব সাধারন সম্পাদক সোহেল রানা জয়, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডবে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক নগদ অর্থ দান করেন।
মনোরম দুর্গা প্রতিমা স্থাপন, বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে অত্রলাকায়। প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজা মন্ডপে মন্ডপে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশি হিন্দু সম্প্রদায়।
প্রসঙ্গত, এবারে পাবনা জেলার চাটমোহর উপজেলায় ৫৫টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং বৃহস্পতিবার মহানবমী ও শুক্রবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।

বক্তব্য প্রদান করছেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর