চলনবিলের আলো বার্তাকক্ষ:
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে মহাবিপর্যয়ের মুখে পড়েছে দেশ এমন কঠিন পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়াতেও বাড়তে পারে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা ভাঙ্গুড়ায় এ পর্যন্ত এক চিকিৎসক সহ ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে
এ পরিস্থিতিতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে করোনা প্রতিরোধে দিনেরাতে পুলিশের টহল অব্যাহত থাকলেও মনেপ্রাণে সতর্ক হচ্ছেনা মানুষ থানার উদ্যোগে উপজেলার দোকানপাট গুলোতে ‘এক ক্রেতা এক বিক্রেতা’র পদ্ধতি চালু করলেও কেউ তা মানছেন না।
স্থানীয় সচেতন অনেকেই জানান, পুলিশ টহলের সময় মানুষ কিছুটা নিয়ম মানলেও চলে গেলে আর তা মানছেনা।আবার অর্ধেক সাটার বন্ধ করে কারো কারো দোকান রাত ১০টা পর্যন্ত চলে এসব দোকানপাট বন্ধ করতে মাঝেমধ্যেই পুলিশকে মাঠে নামতে হয়। এ কঠিন অবস্থা চলতে থাকলে এলাকায় বাড়তে পারে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা হালিমা খানম জানান, উপজেলায় এ পর্যন্ত ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এরমধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসেআক্রান্তদের মধ্যে ৭জন সুস্থ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সৈয়দ আশরাফুজ্জামান বলেন, মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে তারপরও মানুষ আশানুরুপভাবে সচেতন হচ্ছেনা যার ফলে সংক্রমণ আক্রান্তের সংখ্যা বাড়ছে।