দেশের খবর দশের খবর’ এ শ্লোগানকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৩ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদারের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী।
এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক আলীম আকন্দ, আখতার হোসেন খান, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আরিফুজ্জামান তপু, ফুয়াদ হাসান রঞ্জু, নাসির উদ্দিন প্রমূখ।