বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ই-পেপার

চাকরৌহালী ও কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ম‍্যানিজিং কমিটির গঠনে ব‍্যাপক অনিয়ম

মোঃ মুন্না হুসাইন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪:৫১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নওগাঁ উইনিয়নে চাকরৌহালী ও কোনা বাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে কমিটি গঠনে ব‍্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উক্ত বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকগনের পক্ষে মোঃ আলী আহম্মাদ স্বক্ষরিত পত্রে বলা হয়েছে গত 28 সেপ্টেম্বর উক্ত বিদ‍্যালয়ে ম‍্যানিজিং কমিটির সভাপ্রতি নির্বাচন লক্ষে সরাসরি ভোট পর্ব হওয়ার কথা ছিল। কিন্তুু সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের কারচুপি ও অনিয়মের ফলে সভাপতি পদে সরাসরি নির্বাচন না করে ঐ পদে দু জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ‍্যে তাঁদের পছন্দের জনৈক অনভিজ্ঞ গৃহনী ছাত্রীর অভিভাবক মোছোঃ করুনা পারভীনকে বিনা ভোটে সভাপতি পদে মনোনীত করে ইচ্ছে মতো রেজুলেশান তৈরি করে। উল্লেখিত রেজুলেশানে অপর সভাপতি পদ প্রার্থী মোঃ আকছেদ আলীকে স্বাক্ষর করতে বললে তিনি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাতে স্বাক্ষর করেনি বা সস্মতি দেয় নি।  ওদিকে উক্ত মনগড়া কমিটি অনুমদনের জন‍্য প্রতিপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই উল্লেখিত অনিয়মবহিভূত কমিটি বাতিল করে পূনরায় স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের মাধ‍্যমে উক্ত ম‍্যানেজিং কমিটি গঠনের আবেদন করেছে ক্ষুদ্ধ অভিভাবকেরা। এ ব‍্যাপারে তাড়াশ উপজেলার নিরর্বাহি অফিসার ও উপজেলা প্রাথমিক কর্মকর্তাসহ বিভিন্ন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর