চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।তিনি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সিকান আলীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।আক্রান্ত মোছা: মোনয়ারার বয়স প্রায় ৫০ বছর।
গত ১৪ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার ১৯ জুন তার ফলাফল পজিটিভ আসে। তবে তার তেমন উপসর্গ নেই। এ নিয়ে চাটমোহরে মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ৭ জন।
চাটমোহর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস (ডলার) জানান, কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে তার মেয়ে তাদের বাড়িতে এসেছিল। মেয়ের শ্বশুড়বাড়ির একজন করোনা উপসর্গে মারা যায়। এলাকাবাসী জানার খবর দিলে আমরা তার নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেই। কিন্তু মেয়েটি তার আগেই সিরাজগঞ্জে চলে যায়।
যেহেতু মেয়ের শ্বশুড়বাড়ির লোক করোনা উপসর্গে মারা যায়, সেকারণে তার মায়ের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এখন প্রয়োজনে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।