নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পিছনে মাইক্রো বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। সোমবার রাত তিনটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় এঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম আজিজ মোল্লা (৬১)। তিনি নাটোর সদর থানার গাঙ্গাইল গ্রামের মৃত আস্তান আলীর পুত্র।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, পাবনা থেকে নাটোর গামী নোহা মাইক্রো বাস (ঢাকা মেট্রো-চ ১১-৩৬১৬) গোধরা এলাকায় পৌছালে নাটোরগামী মালবাহী ট্রাকের (যশোর ট ১১-৩৩১৩) পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রো বাসটি দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই আমার ভাই নিহত হয়।
তিনি আরও বলেন, আমরা পাবনা থেকে একসঙ্গেই নিজ বাড়িতে ফিরতে ছিলাম। সামনের ট্রাক হঠ্যাৎ করেই থেমে যায়। মাইক্রো বাসের চালক নিয়ন্ত্রন হারয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মোজাফ্ফর হোসেন বলেন, নিহত বৃদ্ধের ভাই আব্দুর রাজ্জাক মোল্লা বাদী হয়ে মাইক্রোবাস ও ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছেন। ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
#চলনবিলের আলো / আপন