শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ই-পেপার

আজ বরিশালে যাচ্ছেন ঢাকার সাংবাদিক নেতারা

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ

স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
ওই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বরিশালে যাচ্ছেন ঢাকার সাংবাদিক নেতারা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরের নেতৃত্বে কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম বরিশাল নগরীর টাউনহল চত্বরের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সমাবেশে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী পত্রিকা অফিসে প্রবেশ করে অর্তকিতভাবে সাংবাদিক আলম রায়হানকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর