মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারে এসআর কম্পিউটার এন্ড টেলিকম সেন্টারে গত বুধবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা বশতঃ টাইগার বোতলে পেট্রোল ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। খোজ নিয়ে ও সরজমিনে দেখা গেছে দোকানের পেছনের কুলিং ফ্যানের ফাঁক দিয়ে আগুন লাগায় দূর্বৃত্তরা। এতে ভিতরে আগুন ধরে পুড়তে থাকে।
বাজার নাইট গার্ড গোলাম মোস্তফা (৫৫) জানান, রাত সাড়ে দশটার দিকে ধোঁয়া বের হতে দেখে দোকান মালিক সেলিম রেজাকে খবর দেয়া হয়। দোকান মালিক জানান, ভিতরে ঢুকে প্রচন্ড ধোঁয়া দেখতে পাই। এরপর পিছনের দিকে কুলিং ফ্যানের সোজা নিচে একটা অাধ পোড়া টাইগার বোতল এবং তাতে পেট্রোল এর গন্ধ পাওয়া যায়। বাজার কমিটির সভাপতি শেখ নাজমুল হোসেন এর সত্যতা স্বীকার করেছেন। এতে দোকানের অনেকখানি পুড়ে গেছে। এছাড়াও কুলিং ফ্যান, সিলিং ফ্যান, ক্যাবল, কার্পেটসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সার্কিট ব্রেকার থাকায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ বিষয়ে অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান দোকান মালিক সেলিম রেজা। বাজার কমিটি ও ব্যবসায়ীমহল দ্রুত দূর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।