কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের কৃতি সন্তান,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের মৃত্যুতে সলঙ্গাবাসী আজ শোকাহত। তাই তার আত্মার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় সলঙ্গার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদারের আয়োজনে আজ শুক্রবার বাদ জুমা বড়গোজা বায়তুল মামুর জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে মুসুল্লীদের নিয়ে এ বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম গত শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।