চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে আজ (১৯ জুন) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বালুচর খেলার মাঠে ফেসবুক গ্রুপ ‘চাটমোহর দর্পন’এর আয়োজনে গনশপথ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি সম্পর্কে এলাকাবাসীকে জন সচেতনা করতে শপথের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা এডমিন সঞ্জিত চত্রবর্ত্তী সোনা। শপথ বাক্য পাঠ করেন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্বব আব্দুল হামিদ মাষ্টার।
এসময় উপস্হিত ছিলেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, অধ্যক্ষ আব্দুল মতিন,সাংবাদিক শেখ সালাউদ্দিন ফিরোজ,চেতনায় চাটমোহরের এ্যাডমিন জেমান আছাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে ফেসবুক গ্রুপের চেতনায় চাটমোহর, হৃদয়ে ভাদড়া, বিডি ক্লিন, আলোকিত চাটমোহর, আশার আলো ফাউন্ডেশন, চাটমোহর ফ্রেন্ডস হেলথ কেয়ার, মানবতার ভিত্তি, মানবিক মথুরাপুর নামক ফেসবুক গ্রুপ সহ সকলেই এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাটমোহর দর্পনের এডমিন সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন।