সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

ই-পেপার

আধুনিক ইউনিয়ন গড়তে নৌকা চান মেহেদী হাসান সরকার

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ

সাপাহার সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকার।
তিনি সাবেক ছাত্র লীগ কর্মী ও উপজেলা যুব লীগের সহ-সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তিনি প্রতিটি ওয়ার্ডে পাড়া-মহল্লায় এবং অধিকাংশ বাড়ি ঘুরে দোয়া, সমর্থন, উঠান বৈঠক সহ ভোটারদের সাথে মতবিনিময় করছেন।
তিনি বলেন, আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শে অণুপ্রানীত হয়ে স্বাধীনতার পূর্ব থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার মা নার্গির সরকার ১৯৯৭ সাল হতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাবা নুরল ইসলাম সরকার স্বাধীনতার পূর্ব থেকে আওয়ামী লীগের রাজনৈতিক একনিষ্ঠ কর্মী হিসাবে বিশেষ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্রীড়া সহ মানুষের কল্যাণে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করছি। আওয়ামী লীগ নির্দেশিত সব কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড নিষ্ঠার সাথে পালন করছি। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী জানিয়ে, মুজিব আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের পতকা তলে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাত কে শক্তিশালী করার পাশাপাশি এলাকার প্রবীনদের সাথে নিয়ে যুব ও নারী বান্ধব আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মেহেদী হাসান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর