মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ হলরুমে কোভিড গণটিকার শুভ উদ্বোধন করেন সলপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কোভিড গণটিকা শুভ উদ্বোধন করেন সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে টিকা প্রদান করা হয়। কোভিড গণটিকা প্রদানের সময় পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত আরএমও সাহেব, ডাঃ আলামিন, ইনচার্জ ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।