চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদিকে এ উপজেলাকে ইতোমধ্যে হলুদ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপজেলায় আরো দু’ব্যক্তির দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আউট সোসিং কর্মী । অপরজনের অবস্থান ভাঙ্গুড়ায়,তবে তিনি স্কোয়ার ওষুধ কোম্পানির মার্কটিং প্রতিনিধি।
কয়েকদিন আগে তাদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠায়। বৃহস্পতিবার রাতে তাদের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে ভাঙ্গুড়া উপজেলায় মোট ১৪ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম এর সত্যতা নিশ্চিত করে বলেন পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় ৫১৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।মোট ১৪ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ৭জন সুস্থ্য হয়েছেন। আক্রান্তদের অবস্থা স্থিতিশীল রয়েছে।