চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে ফসলি জমি অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে ভুক্তভোগী মোঃ জহিদুল ইসলাম । মোঃ জহিদুল ইসলাম মির্জাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন খান বীর মুক্তি যোদ্ধার ছেলে এবং একজন শিক্ষক। মোঃ জহিদুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত আবেদনে গত মঙ্গলবার (১৬ জুন ) তিনজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে উক্ত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন লইয়মের পুত্র মোঃ হাশেম আলী, খরশেদ আলীর পুত্র মোঃ রুহুল আমিন ও মৃত মফিজ উদ্দীনের ছেলে গোলাম মওলা। তারা স্বর্বসাং চাটমাহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, মির্জাপুর মৌজার ৩৩ নং জেল এর এস এ খতিয়ান ১৭১ আর এস খতিয়ান ৩১৮ এসএ দাগ ২৪০ আরএস দাগ ৩৩০ এর প্রায় ৫-৬ শতাংশ জমির উপর দিয়ে তাদের লিজকৃত জমির পুকুর খনন করে পুকুরের পার তৈরি করিতেছে। অভিযোগকারী করোনাভাইরাসের মহামারীর কারণে বাড়িতে অবস্থান কালে জানতে পেরে সেখানে গিয়ে বাধা প্রদান করলে তারা অভিযোগকারীকে অকথ্যভাষা প্রয়োগ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এতে অভিযোগকারী নিরুপায় হয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেন।
অভিযোগের সত্যতা স্বীকার করে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন ,তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।