সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
রবিবার দুপুরে স্পিডবোট যোগে চৌহালী উপজেলার যমুনা নদী ভাঙ্গন কবলিত রেহাইপুকুরিয়া, মিটুয়ানি,চরনাকালিয়া, বিনানুই, চরসলিমাবাদ,ভুতের মোড় ও নাগরপুরে অংশ এলাকা পরিদর্শন করেন। সাথে উপস্থিত ছিলেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু,টাংগাইলের এডিসি রাজস্ব, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন এবং নাগরপুরের ইউএনও সিফাতুজ্জাহান,এডিজি জহির উদ্দন,এসই শাহজাহান সিরাজ,আঃ হান্নান,নির্বাহী প্রকোশলী সিরাজুল ইসলাম, মাইনউদ্দিন নাগরপুরের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, চৌহালীর ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, পিআইও মেহাম্মদ মজনু মিয়া প্রমুখ।
#চলনবিলের আলো / আপন