বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা ঝালকাঠিতে শুরু হয়েছে।জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় শনিবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়।ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা সত্য, সততা এবং দায়িত্বশীলতার প্রতীক। ঝালকাঠির শিশুরা হ্যালোর সাথে যুক্ত থেকে শিশু সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝালকাঠি প্রতিনিধি ও হ্যালোর স্থানীয় সমন্বয়ক পলাশ রায়ের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, শিশু সংগঠক ও সহকারী অধ্যাপক ড. মো: শামীম আহসান ও সাংবাদিক মানিক রায়।দুইদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালোর সাব এডিটর সৈয়দা মহুয়া জান্নাত মৌ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন শিশু শিক্ষার্থী কর্মশালায় অংশ গ্রহণ করেছে। রোববার সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মশালা শেষ হবে।