সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি কলেজ মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো: ফারুক হোসেন সরকার।বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হানিফ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নাসিব আহমেদ, উপসহকারী কৃষি অফিসার (ডিপ্লোমা) মো: ছানোয়ার হোসেন, শামীম আহমেদ, রফিকুল ইসলাম ও ইকবাল হোসেন, মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ। আলোচনা শেষে ১ হাজার প্রান্তিক চাষীদের মাঝে বীজ, ডিএপি, এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপ সহকারী কৃষি অফিসার মো: সাদ্দাম হোসেন।