পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ বুধবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় গুনাইগাছা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পাবনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান আতিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মাহবুব এলাহী বিশু, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাজেদা রহমান, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, মাহতাব উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল হাই, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম, গুনাইগাছা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, লুতফর হোসেন, সানোয়ার হোসেন প্রমুখ। এসময় গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি মোঃ রজব আলী বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মাজেদুর রহমান মাষ্টার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাসসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্র লীগ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।