টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. রুবেল এর ছেলে নিরব (৪), ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শিশুটির দাদির সাথে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশের দোকানে সদাই ক্রয় করতে আসলে, রাস্তা পার হওয়ার জন্য শিশুটির দৌড় দেয়, অপরদিকে চাঁদপুর ব্রিজ থেকে ইজিবাইক নামার সময় শিশু টিকে ধাক্কা দেয় এবং শিশুটির উপর ইজিবাইক চলে যায়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন শিশুটিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান শিশুটি এক্সিডেন্টের ব্যাপারে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি, অভিযোগ নিয়ে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন