ময়মনসিংহের নান্দাইলে পাশের বাড়িতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের।১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার চন্ডিপাশা ইউপির কুরাটি গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলো বাচ্চু মিয়ার মেয়ে হাবিবা খাতুন (৮)তার চাচাতো ভাই তারা মিয়ার মেয়ে তানিয়া আক্তার(৯)।প্রতিবেশী হারুন রশীদ জানান,এই দুটি মেয়ে ও একই বাড়ির সুমাইয়া (১২) প্রতিবন্ধী একটি মেয়ে পাশের বাড়ির আজিজুল হক মালেকের পুকুরে গোসল করতে যায়।
এক পর্যায়ে হাবিবা ও তানিয়া পুকুরে নামে, হঠাৎ তাদের আর দেখতে পায় না সুমাইয়া তখন সে কিছুটা মেনে তাদের খোঁজার চেষ্টা করে। তখন সেও পুকুরে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। বিষয়টি দেখে ফেলে পুকুর মালিকের মেয়ে তড়িঘড়ি করে সুমাইয়াকে উপরে তোলে আনে।
উপরে এসে সুমাইয়া জানায় আরও দু’জন পুকুরে তলিয়ে গেছে।
ঘটনাটি টের পেয়ে বাড়ির যুবক নূরে আলম মানিক পুকুরে ঝাঁপ দিয়ে অনেক চেষ্টা করে হাবিবাকে তোলে আনে। তখন তানিয়ার মা বাড়ি থেকে দৌঁড়ে এসে জানায় আমার মেয়ে কোথায়? পরক্ষনেই অনেকেই পুকুরে ঝাঁপিয়ে পড়ে পাকা ঘাটের সিঁড়ির নিচ থেকে তানিয়াকে উদ্ধার করে আনে।
তাদের স্বজনরা দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ওবায়দুর রহমান জানান,নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন