মোঃশাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় করোনা কালীন সময়েও মাথাচাড়া দিয়ে উঠেচে গরু চোর চক্র। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি হচ্ছে কৃষকের গরু-ছাগল। চোরেরা অভিনব কায়দায় পিকআপ ভ্যানে ও প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাচ্ছে গরু। এমনই সংঘবদ্ধ গরু চোর চক্রের ৪ সদস্যকে পিকআপভ্যানসহ সাধারন জনগণ আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি গরু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ননিয়ারপার বাজার এলাকায়। পুলিশ ও এলাকাবাসি জানায়, ইসলামপুরি ইউনিয়নের চম্পারায় চা বাগান থেকে রাতের আধারে রনি খ্রিষ্টান ও নিরঞ্জন খয়রার দুটি গরু চুরি করে একই এলাকার গুলের হাওড়ে নিয়ে আসলে সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়াকে গরুর মালিক বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক তিনি লোক লাগিয়ে রাখেন এবং পুলিশকে অবগত করেন।
শেষ রাতের দিকে পিকআপে করে গরুগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ ও এলাকাবাসি ধাওয়া করে আদমপুর ইউনিয়নের ননিয়ারপার এলাকা থেকে গরু চোরদের আটক করে। এসময় চুরকে ধরতে গিয়ে গুলের হাওড়ের টিলাগাঁও এলাকার কালাম মিয়া ও ভান্ডারি গাঁওয়ের আবদাল মিয়া আহত হন। আটককৃতরা হলো চম্পারায় চা বাগানের হাছন মিয়ার ছেলে সাদেক মিয়া (৩২), গুলের হাওর এলাকার মখলিছ মিয়ার ছেলে রুয়েল মিয়া (২৪) ও আব্দুর রহিমের ছেলে ফজর আলী (১৮) এবং ভান্ডারিগাও এলাকার পিকআপভ্যান চালক জুনাব আলী (২৬)।
আটককৃত পিকআপ নং ঢাকা মেট্রো ন-১৫-২১৭৩। এ চুরির সাথে আরো ৬/৭ জন জড়িত ছিল বলে জানান এলাকাবাসী। গরু চোরদের আটক করতে অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ থানার এ এসআই আনিছুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনি পক্রিয়া অব্যাহত রয়েছে।