আজ ১২সেপ্টেম্বর ২০২১ সাল স্কুল খুলছে সরকার,
করোনায় স্কুল বন্ধ প্রায় ১৮ মাস হয় তার পার।
শিশু শিক্ষা কোন কালে বন্ধ হয়নি
পৃথিবীতে,
পৃথিবীর স্কুল এরূপ কেউ করেনি বন্ধ এক সাথে।
এবার বন্ধ করেছে করোনা জীবাণু
শক্তি ধরে,
ধ্বংস করতে চায় পৃথিবীর মানুষে ধরে ধরে।
শিশু বুঝেনা করোনা হাত,মূখ,নাকে ঘুরে বেড়ায়,
স্কুলে শিশু অন্যের ভিতরে ঢুকে দল হতে চায়।
কেউ রাখে না খবর,কোথা থেকে এসেছে কে,
তারা সবাই খুশি, হাত ধুয়ে শ্রেণির কক্ষে ঢুকে।
মনে হয় কতকাল স্কুল ড্রেস পড়েনি তারা সবাই,
নতুন ড্রেসে পড়ে পড়া অনলাইনে মনে ধরে নাই।
তাইতো তারা স্কুলে যায় মূখে মাক্স বাঁধিয়া,
করোনায় বাঁচতে নিয়ম মেনে পড়বে স্কুলে বসিয়া।
শিক্ষকও থাকবে মাক্স পড়ে যেন না
করোনা ছড়ায়,
তাহলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে এ পৃথিবীটায়।
ধীরে ধীরে নিবে টিকা, প্রতিরোধী হবে স্বাস্থ্যটা,
করোনা করুক জল্পনা ভাঙ্গতে মানুষের শরিরটা।
পারবেনা পারবেনা স্রষ্টার আছে করুণা
স্রষ্টা সৃষ্টি পৃথিবীতে মানুষ ধ্বংস করবে না।
#চলনবিলের আলো / আপন